পুষ্পা: দ্য রুল (পার্ট-২) 


পুষ্পা: দ্য রুল - হল ভারতীয় তেলেগু ভাষার একটি আসন্নবর্তী অ্যাকশনধর্মী চলচ্চিত্র। যেটি পরিচালনা করেছেন ও লিখেছেন সুকুমার এবং প্রযোজনা করেছেন রবিশঙ্কর ইয়ালামানচিলি ও নবীন ইয়ারনিনি। এটি ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা: দ্য রাইজ - এর দ্বিতীয় কিস্তি। সিনেমাতে অভিনয় করেছেন স্টাইলিশ স্টার খ্যাত অল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল সহ আরও অনেকে। 

পুষ্পা: দ্য রুল সিনেমাটি ২০২২ সালের ১৬ই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটি তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। পুষ্পা: দ্য রুল, ওটিটিতে মুক্তি পাবে জানুয়ারি ২০২৩ সালে। সিনেমাটির ওটিটি পার্টনার অ্যামাজন প্রাইম ভিডিও। 



পুষ্পা: দ্য রাইজ এর পোস্টার 


চরিত্র:

অভিনেতা / অভিনেত্রী
চরিত্র
                    অল্লু অর্জুন
                    পুষ্পা রাজ 
                   রাশমিকা মান্দানা
        শ্রীবাল্লি, পুষ্পা রাজের স্ত্রীর চরিত্রে
                    ফাহাদ ফাসিল 
    ভানওয়ার সিং শেখাওয়াত আইপিএস 
                         ধনঞ্জয়
                     জলি রেড্ডি 
                           সুনীল
                    মঙ্গালাম শ্রীনু 
                      রাও রমেশ
           ভূমিরেড্ডি সিড়াপ্পা নাইড়ু
             অনাসুয়া ভরদ্বাজ
                       দক্ষ্যিণি
                     অজয়
                  পুষ্পার সৎ ভাই 
                     শ্রীতেজ
                  পুষ্পার সৎ ভাই 
                      শানমুখ                      জাক্কা রেড্ডি



প্রোডাকশন:

সিনেমাটি পরিচালনা করেছেন ও লিখেছেন পরিচালক সুকুমার। পুষ্পা ফ্র্যাঞ্চাইজির সুকুমার প্রথমে মহেশ বাবুকে প্রস্তাব দেয়। মহেশ বাবু প্রথমে হ্যাঁ করলেও পরবর্তীতে তিনি এই সিনেমাকে না করেন। সুকুমার তখন তার ২০০৯ সালে মুক্তি পাওয়া হিট আর্য্য ২ - এর নায়ক অল্লু অর্জুনকে প্রস্তাব পাঠান। সিনেমাটি প্রযোজনা করেছেন মিথরি মুভিজ মেকার্স। সিনেমাটিতে সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন দেবী প্রসাদ। ভিজুয়াল ইফেক্ট দিয়েছেন অ্যান্ড্রু শিবির ইউনিফিমিডিয়া। 



চরিত্র নির্মাণ:

অল্লু অর্জুন পুষ্পা রাজ চরিত্রে অভিনয় করেছেন। পুষ্পা রাজ একজন চন্দন কাঠ চোরাচালানকারী। পুষ্পা রাজের লম্বা দাড়ির চেহারা ছেলে থেকে বুড়ো সবার মাঝে তুমুল জনপ্রিয় হয়েছে। রাশমিকা মান্দানা সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্র শ্রীবাল্লির ভূমিকায় অভিনয় করেছেন। যীশু সেনগুপ্তকে ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রের জন্য সুকুমার প্রস্তাব পাঠায়। কিন্তু করোনা মহামারীর কারণে যীশু সেনগুপ্ত সেই প্রস্তাব নাকচ করেন। পরবর্তীতে সুকুমার এই চরিত্রের জন্য মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলকে পুস্পা চলচ্চিত্রে অন্তর্ভূক্ত করেন। 



মুক্তি:  

পুষ্পা: দ্য রুল, হলে ১৬ ই ডিসেম্বর ২০২২ সালে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটি জানুয়ারি ২০২৩ এ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।   









সমস্ত কপিরাইটের সত্বাধিকারী © ২০২২ জীবন-কথা






Post a Comment

নবীনতর পূর্বতন